Image description

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ দেশের ক্রীড়াঙ্গনের তারকারা। শোকবার্তায় সাকিব সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবনের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। সেখানে তিনি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা।”

দেশের উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করে সাকিব আরও বলেন, “তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।”

সাকিবের পাশাপাশি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও পৃথক শোকবার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পৃথক বিবৃতিতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর সম্মানে আজ অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। একইভাবে বাফুফেও তাদের নির্ধারিত ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্ট নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে নিউমোনিয়া ও কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিলে তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টা সত্ত্বেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

মানবকন্ঠ/আরআই