শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসর নিলেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শৌলডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আহম্মেদ।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মাঠে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জামাল উদ্দীন আহম্মেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হাওলাদার, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান পারভীন বেগম, শিক্ষক মো. ফায়জুল হক, শহিদুল ইসলাম মোল্যা, হারুন অর-রশিদ, মোল্লা ফরিদ আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রধান শিক্ষক ইলিয়াছ আহম্মেদ দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য। বিদ্যালয় ও এলাকার মানুষ তার এই অবদান আজীবন স্মরণ রাখবে।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মো. ইলিয়াছ আহম্মেদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী বক্তব্যে তিনি সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments