Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময়সীমা আবারও বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আখতার আহমেদ বলেন, “পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে প্রবাসী এবং দেশের অভ্যন্তরে নির্দিষ্ট তিন ক্যাটাগরির ভোটারদের নিবন্ধনের সময়সীমা আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু প্রবাস থেকে এবং দেশের ভেতর থেকে অনেক ভোটার এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি বলে আমাদের কাছে সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। তাদের সুবিধার কথা বিবেচনা করে কমিশন নিবন্ধনের সময় আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, “৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত এই সুযোগ চলমান থাকবে। তবে এরপর আর সময় বাড়ানোর কোনো সুযোগ থাকবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।”

এর আগে এই অ্যাপে নিবন্ধনের প্রাথমিক সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তীতে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। সর্বশেষ ধাপে এটি আরও ৫ দিন বাড়ানো হলো।

উল্লেখ্য, পোস্টাল ব্যালটের মাধ্যমে সাধারণত প্রবাসী বাংলাদেশি ভোটার এবং নির্বাচনে সরকারি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা (যারা নিজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন না) ভোট দেওয়ার সুযোগ পান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

মানবকন্ঠ/আরআই