সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। কিংবদন্তি এই রাজনীতিকের বিদায়ে শোক প্রকাশ করতে গিয়ে সংবাদ সম্মেলনে আবেগ সামলাতে পারলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দেশের ক্রিকেটের এই সাবেক অধিনায়ক।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি গভীর শোক প্রকাশ করে। শোকের প্রতি সম্মান জানিয়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের নির্ধারিত দুটি ম্যাচই স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের ক্রিকেট যখনই ভালো করেছে, তিনি আমাদের উৎসাহিত করেছেন। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের পর মিন্টো রোডে আমাদের যে বিশাল সংবর্ধনা দেওয়া হয়েছিল, সেই স্মৃতি আজও অমলিন। আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি— জাতীয় ক্রীড়া পুরস্কার। সেই পুরস্কার তিনি নিজ হাতে আমার গলায় পরিয়ে দিয়েছিলেন।’
পুরানো দিনের স্মৃতি হাতড়ে বুলবুল আরও বলেন, ‘আইসিসি ট্রফি জয়ের পর সেই সংবর্ধনা অনুষ্ঠানে আমি তখন সহ-অধিনায়ক ছিলাম। ডায়াসে বক্তৃতা দেওয়ার সময় আবেগের বশে একটি ভুল করে ফেলেছিলাম, যা আজও মনে পড়ে। তিনি তখন সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু আমি তাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছিলাম। তিনি বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছিলেন।’
সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে বিসিবির পরবর্তী কর্মসূচি সম্পর্কে সভাপতি জানান, ‘বিসিবির পক্ষ থেকে আমরা ইতোমধ্যেই শোকবার্তা দিয়েছি। আগামীকাল শোক দিবস উপলক্ষ্যে বিসিবির পতাকা অর্ধনমিত রাখা হবে। এখানে কোনো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়; আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।’
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কেবল রাজনৈতিক অঙ্গনই নয়, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বরাও তাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। বিশেষ করে দেশের ক্রিকেটের উন্নয়নে তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা স্মরণ করছেন সংশ্লিষ্টরা।
মানবকন্ঠ/আরআই




Comments