Image description

আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের (যুব বিশ্বকাপ) জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রত্যাশামতোই নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিমের কাঁধে থাকছে টাইগার যুবাদের নেতৃত্বের ভার।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি এই স্কোয়াড প্রকাশ করে। স্কোয়াডে বড় কোনো চমক নেই; মূলত গত দুই বছর ধরে বয়সভিত্তিক ক্রিকেটে যারা নিয়মিত পারফর্ম করে আসছেন, তাদের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। দলের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন জাওয়াদ আবরার।

বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে আগামীকাল রবিবার (৪ জানুয়ারি) রাতেই ঢাকা ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
আজিজুল হাকিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির, শেখ পারভেজ, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ, ফরিদ হাসান, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই তালিকা
আবদুর রহিম, দেবাশিষ সরকার, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ, সানজিদ মজুমদার ও মোহাম্মদ সবুজ।