Image description

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের পক্ষ থেকে বাংলাদেশ দলকে ‘রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা’ দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় দেয়নি বিসিবি।

বিসিবির পক্ষ থেকে আইসিসি-র কাছে প্রস্তাব করা হয়েছে যেন বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হয়। সম্প্রতি মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং ভারতের কিছু উগ্রবাদী সংগঠনের হুমকির প্রেক্ষাপটে এই নিরাপত্তা শঙ্কার সৃষ্টি হয়েছে। বিসিবির মতে, যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে পুরো দলের খেলোয়াড়, কোচ ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। সোমবার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোকবইয়ে স্বাক্ষর শেষে তিনি সাংবাদিকদের বলেন, "এই মুহূর্তে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা আমাদের কাছে নিরাপদ মনে হচ্ছে না। আমরা আমাদের উদ্বেগের কথা আইসিসিকে চিঠির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছি।" তিনি আরও যোগ করেন, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি ছিল ‘অসম্মানজনক’।

এদিকে, বাংলাদেশ না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে ভারত। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসি-র মাধ্যমে বিশেষ নিরাপত্তা প্যাকেজ ও রাষ্ট্রীয় সুরক্ষার প্রতিশ্রুতি দিতে চাইলেও বিসিবি ও বাংলাদেশ সরকার তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যেন নিরাপত্তার স্বার্থে ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়া হয়।

আইসিসি প্রধান জয় শাহ বর্তমানে বড় ধরনের সাংগঠনিক চাপের মুখে রয়েছেন। সূত্রের খবর, বাংলাদেশের যৌক্তিক দাবির মুখে আইসিসি ভেন্যু পরিবর্তনের বিষয়ে ইতিবাচক চিন্তা করতে শুরু করেছে।

মানবকণ্ঠ/আরআই