Image description

মাঠের লড়াই শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার প্রতিবাদে দলটির ফেসবুক পেজে বইছে গণ-আনফলোর জোয়ার। গত ৪৮ ঘণ্টায় প্রায় ১০ লাখ ফলোয়ার হারিয়েছে কেকেআর।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, কেকেআর-এর ফলোয়ার সংখ্যা ১ কোটি ৮০ লাখ থেকে দ্রুত কমে ১ কোটি ৭০ লাখে নেমে এসেছে। এই হিসাব অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি প্রতিদিন প্রায় ৫ লাখ ফলোয়ার হারাচ্ছে। অর্থাৎ প্রতি মিনিটে গড়ে ৩৪৭ জন এবং প্রতি সেকেন্ডে ৫ জন মানুষ কেকেআর-এর ফেসবুক পেজ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন।

নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ার পর হঠাৎ তাকে বাদ দেওয়ার ঘোষণায় ক্ষুব্ধ বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। ফিজকে বাদ দেওয়ার সেই নির্দিষ্ট পোস্টে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে, যার মধ্যে ‘অ্যাংরি’ এবং ‘হাহা’ রিঅ্যাকশনই ১ লাখ ৭৭ হাজার ছাড়িয়েছে। ওই পোস্টের কমেন্ট বক্সে জমা হয়েছে ৬০ হাজারেরও বেশি নেতিবাচক মন্তব্য, যার মূল লক্ষ্য বিসিসিআই, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট নীতি।

আন্দোলনের প্রভাব শুধু মুস্তাফিজের পোস্টেই সীমাবদ্ধ নেই। এরপর করা আরও ৯টি পোস্টে—যেখানে বরুণ চক্রবর্তী বা ক্যামেরন গ্রিনদের মতো ক্রিকেটারদের খবর ছিল—সেখানেও ভক্তরা ‘অ্যাংরি’ রিঅ্যাকশন দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নেওয়া মুস্তাফিজের জনপ্রিয়তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন না থাকলেও, রাজনৈতিক কারণে তাকে খেলতে না দেওয়ার সিদ্ধান্তে ক্রিকেট দুনিয়ায় বইছে সমালোচনার ঝড়। ভক্তদের এই গণ-বর্জন কেকেআর এবং আইপিএল কর্তৃপক্ষের জন্য এক বড় ধরনের ডিজিটাল ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

মানবকণ্ঠ/আরআই