Image description

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় উত্তাল বিশ্ব ক্রিকেট। এই ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে কঠোর অবস্থান নিয়েছে, তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। মুস্তাফিজের মতো তারকাকে রাজনীতির শিকার বানানোকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে কেকেআর থেকে মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার বিসিসিআই-এর নির্দেশের প্রতিবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিসিবির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আফ্রিদি বলেন, "বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে তা সম্পূর্ণ সঠিক। ভারত ক্রিকেট বিশ্বে টাকার দাপট দেখাচ্ছে। এই পরিস্থিতি তারাই শুরু করেছে এবং তারাই এর শেষ দেখবে।"

আইসিসি-র নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সাবেক এই পাক অধিনায়ক সরাসরি জয় শাহর প্রভাবের দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, "আইসিসি-তে অনেক বিচক্ষণ মানুষ রয়েছেন। তাদের মনে রাখা উচিত, এটি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।"

আফ্রিদি আরও যোগ করেন, বিশ্ব ক্রিকেটের ভারসাম্য বজায় রাখতে হলে আইসিসিকে ভারতের প্রতি এই অতিমাত্রায় ঝুঁকে থাকার প্রবণতা দ্রুত বন্ধ করতে হবে। মুস্তাফিজের মতো বিশ্বমানের বোলারকে এভাবে টুর্নামেন্ট থেকে সরিয়ে দেওয়া ক্রিকেটের জন্য বড় ক্ষতি বলেও মন্তব্য করেন তিনি।

মানবকণ্ঠ/আরআই