বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক উত্তপ্ত ক্রিকেটীয় ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবার পড়ল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। টুর্নামেন্টের মাঝপথেই ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে উপস্থাপনা প্যানেল থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এবারের বিপিএলে আন্তর্জাতিক মানের আমেজ আনতে পাকিস্তানের জয়নব আব্বাসের পাশাপাশি ভারতের রিধিমা পাঠককে উপস্থাপক হিসেবে যুক্ত করেছিল বিসিবি। এছাড়া রমিজ রাজা ও ড্যারেন গফের মতো কিংবদন্তিরা ধারাভাষ্য প্যানেলে রয়েছেন। তবে গত কয়েকদিনের নাটকীয় কিছু ঘটনাপ্রবাহ রিধিমার বিপিএল যাত্রায় ইতি টানল।
ঘটনার সূত্রপাত হয় গত শনিবার (৩ জানুয়ারি), যখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে এবং উগ্রবাদী সংগঠনের হুমকির অজুহাতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনার প্রতিবাদে বিসিবি কঠোর অবস্থান নেয়। নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দেয় বিসিবি এবং বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প ভেন্যুতে সরিয়ে নেওয়ার দাবি জানায়।
পরিস্থিতি আরও চরম আকার ধারণ করে গতকাল (৫ জানুয়ারি), যখন বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরে আইপিএল সম্প্রচারের ওপর চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে। এরই ধারাবাহিকতায় এবার বিপিএলের সম্প্রচার ও উপস্থাপনা থেকে ভারতীয় মুখ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, মুস্তাফিজ ইস্যু এবং ভারতের অসহযোগিতামূলক আচরণের বিপরীতে বিসিবি ও বাংলাদেশ সরকারের এই একের পর এক কঠোর পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন বার্তা দিচ্ছে।
মানবকণ্ঠ/আরআই




Comments