আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়ার পর নতুন সিদ্ধান্তের কথা জানালেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ভারতের আইপিএলে উপেক্ষিত হয়ে বসে না থেকে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ ‘পাকিস্তান সুপার লিগ’ (পিএসএল)-এর ১১তম আসরের জন্য আনুষ্ঠানিকভাবে নিজের নাম নিবন্ধন করেছেন তিনি।
ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, পিএসএলের আসন্ন মৌসুমের জন্য বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন প্রক্রিয়া ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। বর্তমানে এই তালিকায় মুস্তাফিজসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন।
মুস্তাফিজুর রহমান ছাড়াও এই তালিকায় আরও রয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, গতি তারকা তাসকিন আহমেদ, উদীয়মান লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ওপেনার তানজিদ হাসান তামিম।
এবারের পিএসএল শুরু হবে আগামী ২৩ মার্চ এবং পর্দা নামবে ৩ মে। অন্যদিকে, ভারতের আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ। আইপিএল থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের মাথায় পিএসএলের ড্রাফটে নাম লেখানো মুস্তাফিজের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ও সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছিলেন। সেবার লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। দীর্ঘ ৭ বছর পর আবারও পাকিস্তানের এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফেরার অপেক্ষায় রয়েছেন ‘দ্য ফিজ’। বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা এই বাঁহাতি পেসারকে পিএসএলের কোন দল লুফে নেয়, এখন সেটাই দেখার বিষয়।
মানবকণ্ঠ/আরআই




Comments