Image description

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার মধ্যে দেশটির পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর একটি চিঠি পাঠিয়েছে পিসিবি।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির গভর্নিং বডি পাঠানো এই চিঠি শুধু আইসিসিই নয়, বিশ্ব ক্রিকেট সংস্থার অন্যান্য সদস্য দেশগুলোকেও অবহিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরে বিসিবি শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আসছে।

বাংলাদেশ ইস্যুতে সমাধান খুঁজতে বুধবার (২১ জানুয়ারি) একটি সভা ডেকেছে আইসিসি। তবে পিসিবির চিঠির পরেই এই সভা ডাকা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আইসিসি যখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় পাকিস্তানের এমন সমর্থন কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে। যদিও ধারণা করা হচ্ছে, পিসিবির এই অবস্থান আইসিসির সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলবে না। ক্রিকইনফো জানিয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা এখনও কম।

গত সপ্তাহে বিসিবি ও আইসিসির সর্বশেষ বৈঠকেও উভয় পক্ষ নিজেদের অবস্থানে অনড় ছিল। বাংলাদেশ ইস্যুতে একাধিকবার আলোচনা হলেও এখনো সমাধান আসেনি। এ অবস্থায় আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বলেও দাবি করা হয়েছে, যদিও বিসিবি তা অস্বীকার করে জানিয়েছে—তারা কোনো নির্দিষ্ট ডেডলাইন পায়নি।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা টি–টোয়েন্টি বিশ্বকাপের। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের লিগপর্বের তিনটি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে পাকিস্তানও ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানায়, যার ফলে ভারত–পাকিস্তান ম্যাচগুলো হাইব্রিড মডেলে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেয় আইসিসি। একই বাস্তবতায় বাংলাদেশের সিদ্ধান্তের পক্ষে শেষ মুহূর্তে পাকিস্তানের সমর্থন বিশ্বকাপ ঘিরে নতুন করে নাটকীয়তা তৈরি করেছে।

মানবকণ্ঠ/আরআই