রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও কার্যত কোনো অগ্রগতি নেই বললেই চলে। এর ওপর নতুন সংকট, মিয়ানমার সীমান্তে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। রাখাইনে সংঘাতে ছোড়া মর্টার শেল ও গুলির আঘাতে প্রায়ই হতাহত হচ্ছেন সীমান্তের বাংলাদেশি নাগরিকরা। এতে সীমান্তজুড়ে তৈরি হয়েছে আতঙ্ক। এ অবস্থায় সামরিক কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের।