খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজিতে এলপিজির দাম বেড়েছে: ফাওজুল কবির খান
খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, সরকার নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।
এ বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলে তিনি জানান, কেবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে, প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয়।




Comments