Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম। এর আগে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আসামিদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ। সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি আসামিদের ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে সীমান্ত পার করে ভারতে পালিয়ে যেতে এই দুজন সরাসরি সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে একই অভিযোগে গ্রেপ্তার মাইক্রোবাস চালক নুরুজ্জামানকে তিন দিন এবং ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া ফয়সালকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অভিযোগে তার স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে গ্রেপ্তারের পর গত সোমবার রিমান্ডে নেয় পুলিশ। মামলার অপর সন্দেহভাজন ও মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড শেষে বুধবার কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার আদালতে জবানবন্দি দিয়ে ফয়সালকে পালাতে সহযোগিতার কথা স্বীকার করেছেন তার বাবা-মা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত সোমবার উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এ ঘটনায় গত রোববার রাতে পল্টন থানায় মামলা দায়ের করেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সচিব আব্দুল্লাহ আল জাবের।