Image description

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শীতার্থ মানুষের দুর্ভোগ লাঘবে শতাধিক দরিদ্র ও অসহায় গ্রাহকের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার জাগরণী চক্র ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের গোপালগঞ্জ জেলা উপ-সহকারী পরিচালক জামাল উদ্দিন লিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক পাটগাতী শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, টুঙ্গিপাড়া সরকারি কলেজের প্রভাষক বাবর আলী মোল্লা, জাগরণী চক্র ফাউন্ডেশন মোল্লাহাট শাখার এরিয়া ম্যানেজার বাবুল আক্তার এবং টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমুখ।

জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তারা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে সুরক্ষা দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে। কম্বল পেয়ে স্থানীয় দরিদ্র গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন।