কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচি ২০২৫-২৬-এর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবি মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১১শ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড জাতের বোরো ধান বীজ প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার লাইজু বেগমসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকগণ।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে ধানের ফলন বাড়ানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে আনতে সরকারের এই বিশেষ সহায়তা বড় ভূমিকা রাখবে। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের বোরো চাষে আরও বেশি আগ্রহী ও স্বাবলম্বী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




Comments