Image description

গাজায় সমুদ্রপথে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশে যাত্রারত সুমুদ ফ্লোটিলার অধিকারকর্মীদের ইসরায়েলের সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে আটক রাখা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ইসরায়েলি নাগরিক ওমের শ্যাটজ আল-জাজিরা অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

শ্যাটজ জানান, ফ্লোটিলা থেকে আটককৃত প্রায় ৫০০ অধিকারকর্মীকে দক্ষিণ ইসরায়েলের কেটজিওট কারাগারে রাখা হতে পারে। এই কারাগারটি একটি উচ্চ-নিরাপত্তা কেন্দ্র হিসেবে পরিচিত, যেখানে সাধারণত ‘অভিবাসন’ বন্দীদের রাখা হয় না। তিনি আরও বলেন, শত শত মানুষকে নিয়ন্ত্রণ করা ইসরায়েলের জন্য লজিস্টিকভাবে চ্যালেঞ্জিং হওয়ায় এই কারাগারে তাদের রাখার সম্ভাবনা রয়েছে।

ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, ফ্লোটিলার কর্মীদের দীর্ঘমেয়াদে ইসরায়েলে আটক রাখা হবে। এই ঘোষণা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালাহ এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেছে, “পূর্ববর্তী ফ্লোটিলা মিশনের তুলনায় এবার অধিকারকর্মীদের সঙ্গে আরও কঠোর আচরণ করা হতে পারে।” তারা এই আচরণের সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে।

সুমুদ ফ্লোটিলা গাজার মানুষের জন্য ত্রাণ সরবরাহের একটি মানবিক উদ্যোগ। তবে, ইসরায়েলের কঠোর নৌ নীতি এবং গাজা অবরোধের কারণে এই ধরনের মিশন প্রায়শই বাধার সম্মুখীন হয়। আটককৃত অধিকারকর্মীদের ভবিষ্যৎ এবং তাদের প্রতি ইসরায়েলের আচরণ আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে রয়েছে।