Image description

টাংগাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা তিনটি আবাসিক হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি, শহীদ আবরার ফাহাদ ও শহীদ ফেলানী হল নামে ব্যানার টাঙিয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম শহিদ ফেলানী হল, শেখ রাসেল হলের নাম শহিদ আবরার ফাহাদ হল এবং শেখ মুজিবুর রহমান হলের নাম শহিদ ওসমান হাদী হল ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।

আজ ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টায় ৩টি আবাসিক হলের নাম আইনগতভাবে বৈধ করে নিতে প্রক্টর অফিসে অবস্থান করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব আল হাসান রাব্বি বলেন, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই তিন শহীদের স্মরণে হলগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলের নাম পরিবর্তনের মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে চাই এবং একই সঙ্গে ক্যাম্পাসে ন্যায়বোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বার্তা দিতে চাই।

আরেক শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, হাদি, আবরার ফাহাদ ও ফেলানী বাংলাদেশের ইতিহাসে অন্যায়, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের নির্মম শিকার। তাদের নাম নতুন প্রজন্মের জন্য ন্যায়বিচার, মানবিকতা ও প্রতিবাদের চেতনা জাগ্রত করবে। 

নাম পরিবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের একজন দায়িত্বশীল হিসাবে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এই বিষয়টি আমি উর্ধ্বতন মহলে পেশ করবো পাশাপাশি তাদের দাবি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।

এই কর্মসূচিতে বিভিন্ন হলের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই নামকরণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।