Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খেলাফত আন্দোলনের নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গাজী আব্দুর রহীম রুহি। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নেত্রকোনায় আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে জেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজী আব্দুর রহীম রুহি বলেন, ‘ভারতীয় প্রেসক্রিপশনে পরিকল্পিতভাবে প্রকাশ্য দিবালোকে আমার ভাই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। নির্বাচন পরে হবে, আগে আমার ভাইয়ের রক্তের বদলা ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হওয়া পর্যন্ত অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে না।’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশে আরেকটি কঠোর গণঅভ্যুত্থান গড়ে উঠবে। জুলাই বিপ্লবের পর জনগণ আর কোনো অন্যায় ও অবিচার মেনে নেবে না।’

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনে নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর গতকাল থেকে নেত্রকোনার বিভিন্ন স্থানে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। আজকের কর্মসূচিতেও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তারের দাবি জানান।

একই দিন ময়মনসিংহে বিপুল সামরিক সরঞ্জামসহ ৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়ে পুলিশ বলেছে, জিজ্ঞাসাবাদে অস্ত্র সরবরাহের গোপন তথ্য পাওয়া গেছে। হাদি হত্যার সঙ্গে এ ধরনের কোনো গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।