Image description

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে পিটার হাসের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

সিনেটের এই অনুমোদনের বিষয়টি ব্রেন্ট ক্রিস্টেনসেন নিজেই নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) পেশাদার সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

নিজের প্রতিক্রিয়ায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে আমি অত্যন্ত সম্মানিত। এই সুযোগের জন্য আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের (স্টেট ডিপার্টমেন্ট) তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন অত্যন্ত অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগেও বাংলাদেশে কাজ করার সরাসরি অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে আগের কাজের অভিজ্ঞতা থাকায় ব্রেন্ট ক্রিস্টেনসেনের জন্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হবে। দ্রুতই তার ঢাকায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করার কথা রয়েছে।