
সেনা গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) বিলুপ্তের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
একই সঙ্গে শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির তথ্যকে ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি।
প্রেস সচিব বলেন, ডিজিএফআই বিলুপ্তের কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি আরও জানান, ‘বিদেশি গোয়েন্দা কার্যক্রমে নজরদারি বাড়াতে সরকার সংস্থাটিকে সংস্কারের কথা বিবেচনা করছে।’
আপাতত আর কোনো সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে না বলেও জানান তিনি। প্রেস সচিব বলেন, আরও শতাধিক সেনা কর্মকর্তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে যাচ্ছে- সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্য পুরোপুরি গুজব।
শফিকুল আলম বলেন, ‘ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় নিশ্চিত করেছে, আপাতত আর কোনো সেনা কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।’
তিনি সবাইকে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হতে আহ্বান জানান। প্রেস সচিব দাবি করেন, এই ধরনের গুজব ছড়িয়ে জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে।
Comments