Image description

নিজেদের মাঠে প্রথমবারের মতো খেলার সুযোগ। সেই সুযোগকে কাজে লাগিয়ে দারুণ এক ইতিহাস লিখল নামিবিয়া। একমাত্র টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে আইসিসির এই সহযোগী সদস্য।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইতিহাস গড়তে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১১ রান। এন্ডাইল সিমিলানের প্রথম ডেলিভারিতেই ছক্কা হাঁকান নামিবিয়া ব্যাটার জেন গ্রিন। পরের চার বল থেকে চার রান তুলে ম্যাচ টাই করে নামিবিয়া। শেষ বলে এক রান হলেই চলত তাদের। তবে দিনটাকে স্বরণীয় করে রাখার পণ করা আফ্রিকার দেশটি সিঙ্গেল নয় চার মেরেই জয় নিশ্চিত করল।

উইন্ডহোকে নামিবিয়ার জয়ের ভিতটা গড়ে দেন বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ আয়ত্তের মধ্যেই রাখে স্বাগতিকরা। অবশ্য প্রোটিয়াদের একটি দল টেস্ট খেলতে এখন পাকিস্তান সফর করছে। তাতে অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই নামে তারা। এরপরও নামেভারে নিজেদের থেকে যোজন যোজন এগিয়ে থাকা দলকে ১৩৪ রানে আটকে দেওয়া কম কিসে।

দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেই যে শুরু এরপর বলার মতো তেমন কোনো জুটিই তাদের গড়তে দেয়নি নাবিমিয়ার বোলাররা। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ রান এসেছে জ্যাসন স্মিথের ব্যাট থেকে। ৩০ বলে ৩১ রান করেন ডানহাতি এই ব্যাটার। এই ম্যাচেই বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন কুইন্টন ডি কক। তবে এক রান করেই আউট হওয়া তার ফেরাটা মোটেও সুখকর হয়নি।

বল হাতে দক্ষিণ আফ্রিকাকে ভুগিয়েছেন নামিবিয়ার বাঁহাতি পেসার রুবেন ট্রুম্পেলম্যান। ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তিনি।

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি নামিবিয়ার। ২৮ রানে দুই উইকেট হারায় তারা। তবে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা হাল ধরে ভালোভাবেই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৬ রানেই ছয় ব্যাটার সাজঘরে ফিরলে ম্যাচ জয়ের আশা কিছুটা ফিকে হয়ে যায় নামিবিয়ার। তবে সপ্তম উইকেটে ট্রুম্পেলম্যান-জেন গ্রিনের ৩৭ রানের অবিচ্ছেদ্য জুটিই শেষ পর্যন্ত দলটিকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।