Image description

দক্ষ মানবসম্পদ তৈরি করে রেমিটেন্স বৃদ্ধির জন্য শিক্ষার সর্বস্তরে আরবি ভাষা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তিকরণের দাবি জানানো হয়েছে। 

শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ কোরআন প্রচার ফাউন্ডেশন এ দাবি জানায়। 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ আলোচক ছিলেন ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামসুল আলম, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান এম সাদেক প্রমুখ। 

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কোরআন প্রচার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. তামজিদুর রহমান। 

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে আমাদের অসংখ্য শ্রমিক কর্মে নিয়োজিত রয়েছে। এসব কর্মজীবি বাংলাদেশিরা আরবি ভাষা শিখার কোনো সুযোগ পায়নি। ভাষা জ্ঞানের অভাবে তাদের নিত্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা কর্মক্ষেত্রে আদেশ-নিষেধ সঠিকভাবে বুঝতে পারছে না। 

ভাষাজ্ঞান সম্পন্ন একজন শ্রমিককে দক্ষ ধরা হয় এবং তাদের বেতনও হয় বেশি। আরবি ভাষা জ্ঞানের অভাবে বাংলাদেশি শ্রমিকেরা মধ্যপ্রাচ্যের দাপ্তরিক সেক্টরে প্রবেশ করতে পারে না। 

বাংলাদেশের অনেক অমুসলিম কর্মজীবিও মধ্যপ্রাচ্যে কর্মরত আছে। সুতরাং আরবি ভাষায় যদি আমাদের দেশের শ্রমিকেরা যথেষ্ট দক্ষতা অর্জন করতে পারে তাহলে তারাও মধ্যপ্রাচ্যে বিভিন্ন দাপ্তরিক সেক্টরে কাজ করার সুযোগ পাবে এবং আর্থিকভাবে স্বচ্ছল হবে। তাদের চাকরি টেকসই হবে। তাই বাংলাদেশের সব শিক্ষার সর্বস্তরে আরবি ভাষা শেখা বাধ্যতামূলক করার দাবি জানান তারা।