Image description

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজকের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রেস উইং জানিয়েছে, নিয়মিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমেই উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ পরে জানানো হবে।