Image description

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সরকারি অফিসগুলোতে একের পর এক চুরির ঘটনা আতঙ্ক তৈরি করেছে। প্রতিটি চুরির ঘটনাতেই শুধুমাত্র কম্পিউটার-ল্যাপটপ খোয়া যাচ্ছে। সম্প্রতি জুলধা ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে কম্পিউটার চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চোরের দল হানা দিয়েছে কর্ণফুলী ভূমি অফিসে। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে এই কার্যালয়ে ব্যবহৃত দুটি কম্পিউটার চুরি করে নিয়ে যায় চোরেরা।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, চোরের দল কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ব্যবহারকৃত দুটি কম্পিউটার নিয়ে যায়।

ভূমি কর্মকর্তারা জানান, "প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কার্যালয় খুলতে গিয়ে দেখা যায় কার্যালয়ের তালা কাটা এবং ব্যবহারকৃত দুটি কম্পিউটার নেই। সাথে সাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর থানা পুলিশ এসে তদন্ত করে চুরি যাওয়া সামগ্রীর একটি তালিকা তৈরি করে এবং আলামত সংগ্রহ করে।"

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বড়উঠান শাহমীরপুর এলাকার পরিষদের উদ্যোক্তার কক্ষে চোরের দল ভাঙচুর চালিয়ে একটি ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথি লুট করে নিয়ে যায়। এরপর ১৭ অক্টোবর শুক্রবার রাতে শিকলবাহা ইউনিয়ন পরিষদে কম্পিউটার ও ল্যাপটপ চুরি এবং গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে জুলধা ইউনিয়ন ভূমি অফিস থেকে একটি কম্পিউটার ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটে। সরকারি কার্যালয়ে কম্পিউটার চুরির ঘটনাগুলো একই সূত্রে গাঁথা বলে স্থানীয়রা ধারণা করছেন। গত এক মাস ধরে ইউনিয়ন পরিষদ ও ভূমি কার্যালয়ের কম্পিউটার চুরির ঘটনায় সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, "ভূমি কার্যালয়ে কম্পিউটার চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোরচক্রকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন বলেন, "ভূমি কার্যালয় থেকে কম্পিউটার চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন সরকার।