Image description

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন ভর্তিকৃত রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়, যেখানে ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ (১২২ জন) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা (১০২ জন)।

এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১ জন, বরিশাল বিভাগে ৫২ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রংপুর বিভাগে ২ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। আর ২০২৫ সালে এ পর্যন্ত সারাদেশে মোট ৯৫ হাজার ১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।