বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ হাজার ১৭২ জন শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে শনাক্ত করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। অবৈধভাবে চাকরি করা এসব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের গৃহীত বেতন-ভাতা এবং আত্মসাৎকৃত অর্থ বাবদ মোট ২৫৩ কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ডিআইএ পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, জাল সনদধারীদের তালিকা চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রক্রিয়া চলছে। তালিকার ভিত্তিতে মন্ত্রণালয়কে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে।
ডিআইএ’র প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত হওয়া ১,১৭২ জনের মধ্যে ৪০০ জনের সনদ সম্পূর্ণ ভুয়া এবং প্রায় ৩০০ জনের সনদ অগ্রহণযোগ্য। এর মধ্যে সবচেয়ে বেশি জাল সনদধারী পাওয়া গেছে রাজশাহী বিভাগে। প্রথম ধাপে সম্পূর্ণ ভুয়া সনদধারী ৪০০ জনের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
তদন্তে দেখা গেছে, ভুয়া নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আইটি সংক্রান্ত অনিয়ম মিলিয়ে এই বিপুল পরিমাণ অর্থ আদায়ের সুপারিশ করা হয়েছে।




Comments