নওগাঁর রাণীনগরে ধানবোঝাই একটি চলন্ত ট্রাক্টর উল্টে একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটি জব্দ এবং চালক আকাশ মন্ডলকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (৪৫), তার মেয়ে জুথি আক্তার (২৫) এবং জুথির দুই শিশুসন্তান তাওহীদ (২) ও তাফসির (২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাসপাতাল মোড়ে আহত নাজমার স্বামী রহিদুলের একটি দোকান মেরামতের কাজ চলছিল। সকালে পরিবারের সদস্যদের নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। দুপুর ১২টার দিকে কাজ শেষে তারা পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় নওগাঁ থেকে আসা ধানবোঝাই একটি দ্রুতগামী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে রাস্তার পাশে থাকা ওই চারজন ট্রাক্টরের ধানের বস্তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন ও রাণীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে নাজমা, জুথি ও এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও চালককে আটক করেছে। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’




Comments