Image description

কোনো ব্যক্তি গুম হওয়ার পর ন্যূনতম ৫ বছর নিখোঁজ থাকলে এবং জীবিত ফিরে না আসলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ‘নিখোঁজ’ বা ‘ডিসাপিয়ার্ড’ ঘোষণা করতে পারবে এমন বিধান রেখে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে হাওর ও জলাভূমি রক্ষায় নতুন অধ্যাদেশ এবং সুইজারল্যান্ডের বার্নে নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত অধ্যাদেশ অনুযায়ী, গুম হওয়া ব্যক্তির স্ত্রী বা তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা কমিশনের পূর্বানুমতি ছাড়াই নিখোঁজ ব্যক্তির সম্পত্তি ব্যবহার করতে পারবেন। এছাড়া সরকার মানবাধিকার কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল’-এর জন্য প্রয়োজনীয় সংখ্যক পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিতে পারবে। ভুক্তভোগী বা অভিযোগকারী ব্যক্তিগত উদ্যোগেও ট্রাইব্যুনাল আইনজীবী নিয়োগ করতে পারবেন।

বৈঠকে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ-২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং পর্যটনের বিরূপ প্রভাবে হুমকির মুখে থাকা হাওর ইকোসিস্টেম রক্ষায় এই আইন করা হচ্ছে।

এই অধ্যাদেশের মাধ্যমে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব ও ক্ষমতা সুনির্দিষ্ট করা হয়েছে। এতে সংরক্ষিত হাওর এলাকা ঘোষণার বিধান রাখা হয়েছে। হাওর এলাকায় নিষিদ্ধ কার্যক্রম পরিচালনা করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অধিদপ্তরের মতামত গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বর্তমানে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমেই জাতিসংঘ ও দ্বিপাক্ষিক কাজ চালানো হচ্ছিল। সুইজারল্যান্ড বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হওয়ায় বার্নে দূতাবাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে একজন রাষ্ট্রদূত, ফার্স্ট সেক্রেটারি ও প্রয়োজনীয় জনবল নিয়ে দূতাবাসের কার্যক্রম শুরু হবে।

বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির অবস্থা সংকটাপন্ন। তার চিকিৎসার তদারকি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিঙ্গাপুরে অবস্থান করছেন। এছাড়া মহান বিজয় দিবস সুন্দরভাবে উদযাপনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ।