ঢাকার নিকুঞ্জ আবাসিক এলাকার সামনে একটি পণ্যবোঝাই ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোরের দিকে ঘটা এই দুর্ঘটনার জেরে সড়কের এক পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা বনানী থেকে মিরপুরের কালশী পর্যন্ত ছড়িয়ে পড়ে।
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে উল্টে যাওয়া ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় যানচলাচল বিঘ্নিত হওয়ায় অফিস ও স্কুলগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
সকাল ৮টা ৫৩ মিনিটে এক পোস্টে তারা জানায়, নিকুঞ্জ-১-এর বহির্গমন পথের (আউটগোয়িং) সামনে ট্রাকটি উল্টে যায়। এতে যানচলাচল ব্যাহত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে অপর এক পোস্টে নিশ্চিত করা হয় যে, দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং যানচলাচল স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।
দুর্ঘটনার প্রভাবে বিমানবন্দর সড়কে সৃষ্ট যানজট বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া এর প্রভাবে মাটিকাটা ফ্লাইওভার হয়ে মিরপুরের কালশী পর্যন্ত সড়কেও তীব্র যানজটের সৃষ্টি হয়।




Comments