Image description

কক্সবাজারের চকরিয়ায় অপহৃত পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের একদিন পর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) বিকেলে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি দল উখিয়া ক্যাম্পে অভিযান চালিয়ে অপহৃত শিশুটিকে উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বুধবার রাত ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে চকরিয়া থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত অপহরণকারীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

অপহৃত শিক্ষার্থীর বাবা জানান, মঙ্গলবার বিকেলে সবুজবাগ এলাকার বাসায় তার মেয়েকে গৃহশিক্ষক প্রাইভেট পড়াতো। ওইদিন পরিবার সদস্যদের অগোচরে শিক্ষক কৌশলে তার মেয়েকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। বুধবার সকালে অপহরণকারী শিক্ষক মোবাইল ফোনে তার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি তিনি চকরিয়া থানার ওসিকে জানালে, পরে পুলিশের পরামর্শে অপহরণকারীর দেওয়া একটি বিকাশ নম্বরে কিছু টাকা পাঠান। এরপর ওই বিকাশ নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় চকরিয়া থানা পুলিশের একটি টিম বুধবার বিকেলে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে সেসময় অপহরণকারী পালিয়ে যায়।