Image description

সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, নদীর পাড়কাটা ও অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নদীর পাড়কাটা ও অবৈধভাবে বালি উত্তোলন প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে এগিয়ে আসার এবং নাগরিক দায়িত্ব পালনেরও আহ্বান জানান জেলা প্রশাসক।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার ইজারাকৃত যাদুকাটা নদীর পাড়কাটা ও অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে — এমন প্রশ্নের জবাবে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দের সঞ্চালনায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, অতিরিক্ত সুপার রাকিবুল হাসান রাসেল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শেরে নূর আলী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।