
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের লুতু মিয়া ঘোনা এলাকার রাতার ছড়া থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পরিচালিত যৌথ অভিযানে এই বালু জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দীন এবং বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার। এ সময় বন বিভাগ ও পুলিশ বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
মং এছেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বন বিভাগের জায়গা সুরক্ষার জন্য এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের এই পদক্ষেপ স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহলের প্রশংসা কুড়িয়েছে। অবৈধ বালু উত্তোলনের ফলে অভয়ারণ্যের জীববৈচিত্র্য ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে, যা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন স্থানীয়রা।
প্রশাসন জানিয়েছে, অভয়ারণ্যের প্রাকৃতিক সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments