Image description

পটুয়াখালী বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মালি কর্তৃক রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালায়।

জানা যায়, বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত হারবাল সহকারী শফিকুল ইসলাম ওরফে সবুজ রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন। অভিযোগের সত্যতা যাচাইয়ে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করেন। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিকে পাওয়া যায়নি। জানা যায়, তার ডিউটি ছিল সেকেন্ড হাফে।

পটুয়াখালী জেলা দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ বলেন, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করা হয়েছে। পরবর্তী পর্যায়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রউফ বলেন, যার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে তিনি মালি নন তিনি হারবাল সহকারী। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে ইমারজেন্সিতে তাকে কোনো দায়িত্ব দেইনি। আমার আগে যে কর্মকর্তা ছিলেন তার সময়ে সবুজ ইমারজেন্সিতে ডিউটি করেছে। আমি আসার পর যখন এই অভিযোগ শুনি তখন আমি বলেছি তিনি ডিউটি করতে পারবে না ।