
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় চালক ও চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পৌনে ৬টার দিকে বৈলর বড় পুকুরপাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার ট্রাকচালক আল আমিন (৪০) এবং ময়মনসিংহের গোদারাঘাট কালীবাড়ি এলাকার চালকের সহকারী রাশেদুল (২৮)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্ম জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুরপাড় এলাকায় ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাকের চাকা ব্লাস্ট হয়ে গেলে সেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে ময়মনসিংহগামী আরেকটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। ট্রাকের ভেতরে আটকে পড়া অন্যজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং দুর্ঘটনা কবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
Comments