Image description

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারী গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় রংপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত এক সদস্যকে আটক করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২৪ অক্টোবর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই গৃহবধূর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে ধুমাইটারী গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর বাড়িতে প্রবেশ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সদস্য ইমরুল কায়েস। এ সময় স্থানীয়দের নজরে এলে তাঁকে আপত্তিকর অবস্থায় আটক করা হয় বলে জানা গেছে।

পরে খবর পেয়ে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ আলোচনা ও উভয় পক্ষের সম্মতিতে শুক্রবার সামাজিকভাবে গৃহবধূর সঙ্গে পুলিশ সদস্য ইমরুল কায়েসের বিয়ে সম্পন্ন করা হয়।

ইমরুল কায়েসের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বালাহাটা গ্রামে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। কেউ কেউ ঘটনাটিকে ‘সামাজিক সমাধান’ হিসেবে দেখছেন, আবার অনেকে 
পুলিশের নৈতিক আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ ঘটনার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে কোনো অভিযোগ পাননি বলে জানান।