Image description

নাটোরের সিংড়ায় পাখি বিক্রয়ের অপরাধে দুই পেশাদার শিকারিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় পাখি বিক্রেতাদের কাছ থেকে ৫১ টি জবাইকৃত বক পাখি উদ্ধার করে মাটি চাপা দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তরা হলেন— পার্শ্ববর্তী তাড়াশ থানার পলাশি গ্রামের বাসিন্দা হাজামুত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২)। 

 ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোর রাতে চলনবিলের সলঙ্গা এলাকায় ধান ক্ষেতে পাখি শিকারের বিশেষ কিল্লা ঘরের ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাই করে সিংড়ার গোডাউনপাড়া বাড়িবাড়ি বিক্রয়ের সময় তাদেরকে হাতে নাতে আটক করে প্রশাসনের হস্তান্তর করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।