Image description

কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজ ও সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে তিনি সোনাহাট ব্রিজ সংলগ্ন ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণের অগ্রগতি, সড়ক উন্নয়ন কাজের সম্ভাবনা এবং সংশ্লিষ্ট কারিগরি দিক ঘুরে দেখেন। তিনি চলমান উন্নয়ন কার্যক্রম সঠিক সময়ে ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

পরে জেলা প্রশাসক সিফাত  মেহনাজ  সোনাহাট স্থলবন্দর পরিদর্শন করেন। সেখানে তিনি বন্দর কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ সামগ্রিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুজ্জামান রিসাদসহ ভূমি অধিগ্রহণ অফিসার এবং স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক সিফাত মেহনাজ সোনাহাট  স্থলবন্দরের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।