 
                   হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে অবস্থিত আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের সরকারি প্যাডে বিয়ের দাওয়াতপত্র প্রকাশকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, গত ২৭ অক্টোবর কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন ও প্রভাষক মো. আব্দুল হাই ভূঁইয়া স্বাক্ষরিত একটি দাপ্তরিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়— কলেজের হিসাবরক্ষক মো. মোহিত মিয়া (গ্রাম বনগাঁও)-এর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠান আগামী শুক্রবার (৩১ অক্টোবর) এবং বৌভাত শনিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কলেজের সব শিক্ষক ও কর্মচারীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
বিজ্ঞপ্তিটি সরকারি লেটারহেডে প্রকাশিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মহলে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, সরকারি দপ্তরের প্যাডে পারিবারিক আমন্ত্রণপত্র প্রকাশ করা প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি নিয়ম-নীতির পরিপন্থী।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. আমির উদ্দিন বলেন, বিজ্ঞপ্তিটি ভুলবশত অফিস প্যাডে হয়েছে। এটি সাধারণ সাদা কাগজে প্রকাশ হওয়ার কথা ছিল। এ ধরনের ঘোষণা দেওয়া যায় কি না, তা আমার জানা ছিল না। ভুলবশত এটি হয়েছে, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।
প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক প্যাড কেবল সরকারি কার্যক্রম, নির্দেশনা বা দাপ্তরিক যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। ব্যক্তিগত আমন্ত্রণ বা পারিবারিক অনুষ্ঠানের জন্য এর ব্যবহার স্পষ্টতই অনুচিত ও বিধিবহির্ভূত।
ঘটনাটি ইতোমধ্যে হবিগঞ্জের শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
 
                



 
               
Comments