Image description

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা উপজেলা ও ভাঙ্গার আলগী এবং হামিরদী ইউনিয়ন) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। 

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় সারাদেশের বিএনপি ২৩৭ টি আসনের ধানের শীষ প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে ফরিদপুর-২ সংসদীয় আসনে শামা ওবায়েদকে দলীয় প্রতিকের জন্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়।

দলীয় মনোনয়ন পেয়ে শামা ওবায়েদ তার নিজের ফেসবুক পেজে লিখেন, আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ। পরে ফরিদপুর-২ আসনের দলীয় একাধিক নেতাকে ফোন করে কোনো ধরণের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা থেকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। 

সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এ তথ্য জানান।

এদিকে দলীয় মনোনয়ন পেয়ে গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আমার দল এবং এ দেশের মানুষ বহু কষ্ট এবং ত্যাগের বিনিময় দেশ আজ নির্বাচনমুখী হয়েছে, আমিও সেই ত্যাগের একজন অংশীদার।

শামা ওবায়েদ বলেন, আল্লাহপাক যদি আমাকে নির্বাচিত করেন আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য নিজেকে বিলিয়ে দেব।