বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তরুণীর, বন্ধু গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুমাইয়া আক্তার (১৮) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর বন্ধু মোটরসাইকেল চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে, সোমবার (৩ নভেম্বর) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনা ওই তরুণীর মৃত্যু হয়।
নিহত সুমাইয়া দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া হোসন মণ্ডলের পাড়া গ্রামের মজিবার প্রামাণিকের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই মো. শাহজালাল উদ্দিন লালমিয়া বাদী হয়ে মোটরসাইকেলের চালক ও সুমাইয়ার বন্ধু সজিব প্রামাণিক (২৩)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার সজিব একই এলাকার কিরণ প্রামাণিকের ছেলে।
জানা যায়, সুমাইয়া তার বন্ধু সজিব প্রামাণিকের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি জমিদার ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে সুমাইয়া সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
নিহতের ভাইয়ের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, সজিব প্রামাণিক অবহেলা ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে সুমাইয়ার মৃত্যুর কারণ হয়েছেন। মামলার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফরিদপুর থেকে আসামিকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করে।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “মামলা দায়েরের পরই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”




Comments