Image description

বগুড়ার শাজাহানপুরে মায়ের ঝুলন্ত মরদেহের পাশে দুই শিশু সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার খলিশাকান্দি স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন; ওই গ্রামের সেনাসদস্য শাহাদত হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (৩০)। তার সাত মাসের ছেলে সাইফ এবং চার বছর বয়সী মেয়ে সাইফা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া ভাণ্ডার পাইকার গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। ছয় বছর আগে তাঁর বিয়ে হয় শাহাদত হোসেনের সঙ্গে হয়। তবে বিয়ের পর থেকে পারিবারিক কলহ ও দাম্পত্য বিরোধ লেগেই থাকত। 

গত শুক্রবার ময়মনসিংহের কর্মস্থল থেকে ছুটিতে বাড়ি ফেরেন শাহাদত। সোমবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফিরে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়। মঙ্গলবার সকালে নাশতা তৈরির পর সাদিয়া শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করেন। এরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে পরিবারের দাবি। 

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান ভিন্ন কথা, ঘটনার দিন সকালে সাদিয়া ও তার সন্তানদের ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। পরে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে তারা তিনজনের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, ঘরের ভেতরে তিনজনের মরদেহ পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। অভিযুক্ত স্বামী বর্তমানে চিকিৎসাধীন এবং পুলিশ হেফাজতে রয়েছেন। আমরা পুরো ঘটনার সত্যতা উদঘাটনে কাজ চালাচ্ছি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলের তদন্ত অব্যাহত রয়েছে।