বাউল আবুল সরকারের মুক্তি ও শিল্পীদের ওপর হামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ের বাউলরা। কিন্তু সেই প্রতিবাদ জানানোর আগেই উল্টো উগ্র জনতার হামলার শিকার হলেন তারা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে। এতে দুজন বাউল শিল্পী আহত হয়েছেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান জানান, বুধবার দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে ‘সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও’ ব্যানারে বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। নির্ধারিত স্থানে পুলিশও মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ শুরুর আগে বাউলরা যখন কোর্ট চত্বর এলাকায় জড়ো হচ্ছিলেন, তখন কয়েকজন বাউল শিল্পীকে একা পেয়ে একদল উৎসুক ও উশৃঙ্খল জনতা তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু জানান, বাউলরা শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মিছিল নিয়ে এসে একদল মানুষ তাদের ওপর চড়াও হয়। তিনি বলেন, “প্রত্যেক মানুষের মত প্রকাশের অধিকার রয়েছে। বাউলদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ওসি সারোয়ার আলম খান বলেন, “হামলার শিকার শিল্পীদের আমরা লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




Comments