Image description

পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর মৎস্য বন্দরের পুরাতন ফেরিঘাট এলাকায় এক মৎস্য ব্যবসায়ীকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। সোমবার (গতকাল) বিকেলে এ হামলায় গুরুতর আহত হয়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী কামাল বেপারি (৩০)।

আহত কামাল আলীপুর মৎস্যবন্দরে ‘কামাল ফিশ’–এর স্বত্বাধিকারী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কামাল বেপারি ফেরিঘাট সংলগ্ন একটি দোকানে বসে চা পান করছিলেন। এসময় আকস্মিকভাবে স্থানীয় আবু জাফর, হানিফ ও রাসেলসহ আরও কয়েকজন তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি হামলা চালায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কামালকে উদ্ধার করে প্রথমে তুলাতুল ২০ শয্যা হাসপাতালে নেয়। পরে তার অবস্থার অবনতি হলে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত কামাল বেপারি বলেন, ‘আমি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ আবু জাফর, হানিফ, রাসেলসহ কয়েকজন এসে লোহার রড ও হাতুড়ি দিয়ে আমার ওপর হামলা করে। তাদের সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। মনে হয় কারও ইন্ধনে তারা আমার ওপর হামলা চালিয়েছে।’

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পলি সাহা বলেন, ‘সন্ধ্যায় কামাল হোসেন নামের এক ব্যক্তি হাসপাতালে আসেন। তার শরীর, মাথা ও দুই পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হালদার বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’