Image description

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে ছাত্রদল কর্মী তাহমিদ উল্যাহ (১৮) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে জাহিদুল ইসলাম ওরফে চাকমা জাহিদ (২০) নামে আরেক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক। এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার জোরারগঞ্জ থানাধীন তাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বারইয়ারহাট পৌরসভার জামালপুর এলাকার রবিউল হক সওদাগরের বাড়ির সামনের পানির ড্রেন থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতিটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ ডিসেম্বর বারইয়ারহাট পৌর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল কর্মী তাহমিদ। এ ঘটনায় নিহতের মা জোহরা বেগম গত ১২ ডিসেম্বর রাতে জোরারগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় জাহিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক বলেন, ‘তাহমিদ হত্যার অন্যতম আসামি জাহিদুলকে গ্রেপ্তারের পর তিনি দোষ স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি অন্য জড়িতদের নামও প্রকাশ করেছেন। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামি জাহিদুলকে আদালতে পাঠানো হবে।’