Image description

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় শফিউল আলম আয়াজ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মহাসড়কের ফাঁসিয়াখালী-মালুমঘাট ঢালার ছিড়াপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শফিউল আলম আয়াজ চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে। তিনি দুবাই প্রবাসী। 

পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি তিনি দুবাই থেকে দেশে ফিরে বিয়ে করেন। কয়েক দিন পরেই তার পুনরায় দুবাই ফিরে যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে বিমানের টিকিটও কেটে ছিলেন তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কক্সবাজারমুখী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রবাসী আয়াজের মৃত্যু হয়।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, বাসের চালককে শনাক্ত করার চেষ্টা চলছে । এই ঘটনায় সড়ক পরিবহন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।