Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, "বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের প্রতি, যারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচনের সুযোগ করে দিয়েছেন।"

নির্বাচিত হলে তার আগামীর লক্ষ্য কী হবে—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, জনগণের ভালোবাসায় জয়ী হতে পারলে ঠাকুরগাঁও অঞ্চলের সামগ্রিক উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, "সামাজিক পরিবেশের উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে আমাদের অগ্রাধিকার। বিশেষ করে কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব।"

নির্বাচনী প্রচারণার প্রাক্কালে ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, "বিগত দিনগুলোতে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, আশা করি এই নির্বাচনেও একইভাবে পাশে থাকবেন। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।"

উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ বিএনপির কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।