Image description

রাজশাহীর পুঠিয়ায় ট্রাক উল্টে নিহত নাটোরে সেন্টুর মরদেহের সাথে একটি ‘অতিরিক্ত পা’ পাওয়া গেছে। নিহতের নিজের দুটি পায়ের পাশাপাশি অন্য এই পা-টি কার, তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত এই পা নিয়ে চরম বিপাকে পড়েছে সেন্টুর শোকাহত পরিবার।

নিহত সেন্টু নাটোরে বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়দ উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পুঠিয়ার বানেশ্বর কলাহাটে ট্রাক দুর্ঘটনায় তিনি মারা যান।

সেন্টুর পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থল থেকে মরদেহ শনাক্ত করে বাড়ি নিয়ে আসেন। পরে দাফনের আগে বাড়িতে মরদেহ গোসল করানোর সময় দেখা যায়, মরদেহের সাথে দুইটির বদলে তিনটি পা রয়েছে। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হলে তারা ধারণা করেছিল, দুর্ঘটনায় দুই পা বিচ্ছিন্ন হওয়া অন্য যাত্রী রায়হানের পা এটি।

খবর পেয়ে গুরুতর আহত রায়হানের স্বজনরা নাটোর এসে অতিরিক্ত পা-টি দেখেন। তবে তারা নিশ্চিত করেছেন যে, এই পা-টি রায়হানের নয়। রায়হানের ভাতিজা অনিক বলেন, "আমাদের রোগীর (রায়হান) দুই পা কোমরের নিচ থেকে বিচ্ছিন্ন হয়েছে। আমরা এখানে এসে দেখলাম, এই পা-টির বৈশিষ্ট্য আমাদের রোগীর সাথে মেলে না। রায়হানের পায়ের আঙুলের মাঝে জন্মগতভাবে বেশি ফাঁকা ছিল, যা এই অতিরিক্ত পা-টিতে নেই।"

লাশের সাথে অতিরিক্ত পা আসার বিষয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সরোয়ার হোসাইন জানান, দুর্ঘটনায় একজন গুরুতর আহত ছিলেন যার দুই পা বিচ্ছিন্ন ছিল। তাকে দ্রুত হাসপাতালে পাঠানোই ছিল বড় চ্যালেঞ্জ। এছাড়া ঘটনাস্থলে তীব্র দুর্গন্ধ এবং পরিস্থিতি ভয়াবহ থাকায় দ্রুত উদ্ধার কাজ শেষ করতে গিয়ে ভুলবশত কোনো মরদেহের সাথে হয়তো এই বিচ্ছিন্ন পা-টি চলে এসেছে।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, "দুর্ঘটনায় হতাহতদের পরিবার এখন গভীর শোকাহত। আমরা আপাতত নিহত সেন্টুর পরিবারকে অতিরিক্ত পা-টি সংরক্ষণ করতে বলেছি। দুর্ঘটনায় আরও কয়েকজন মারা গেছেন, পরিচয় নিশ্চিত হওয়া গেলে পা-টি যথাযথ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাটে বালুভর্তি ট্রাক উল্টে চারজন নিহত হন। নিহতরা হলেন-সেন্টু (৪০), নাটোর সদরের সিয়াম (১৫), মুনকের (৩৫) এবং চারঘাটের ইসলাম উদ্দিন (৬০)। এ ঘটনায় দুই পা বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন চারঘাটের রায়হান।

মানবকণ্ঠ/ডিআর