পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটম উল্টে পলাশ (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার দশমিনা সদর ইউনিয়নের আরজবেগী সড়কের ‘কোটের কোলা’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত পলাশ উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী গ্রামের নিজাম ফকিরের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইব্রাহিম, রাসেল ও শাহআলম প্যাদা।
আহতদের সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে টমটমযোগে গাছের গুঁড়ি নামানোর উদ্দেশ্যে গছানী গ্রাম থেকে আরজবেগীর দিকে যাচ্ছিলেন চার শ্রমিক। পথিমধ্যে কোটের কোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে সামনের পথ ঝাপসা হয়ে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে এবং দুর্ঘটনা এড়াতে টমটমের চালক হঠাৎ ব্রেক করেন। এতে নিয়ন্ত্রণ হারিয়ে টমটমটি সড়কের ওপরই উল্টে যায় এবং নিচে চাপা পড়ে চারজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি দুইজন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, "ঘন কুয়াশার কারণেই মূলত দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"




Comments