Image description

পটুয়াখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার ২৫০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে পটুয়াখালী সদর থানাধীন টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এক যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও জেলা মৎস্য অধিদপ্তর পটুয়াখালী সদর উপজেলার টোলপ্লাজা এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় ওই পথ দিয়ে যাওয়া একটি সন্দেহভাজন যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের ভেতর থেকে অবৈধভাবে পরিবহন করা ৫ হাজার ২৫০ কেজি (১৩১ মণের বেশি) জাটকা উদ্ধার করা হয়। জব্দকৃত এই জাটকার আনুমানিক বাজার মূল্য ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা।

অভিযান চলাকালীন বাসের চালক ও হেল্পারকে আটক করা হলেও পরবর্তীতে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে বাসসহ তাদের ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে শুক্রবার (২ জানুয়ারি) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত জাটকাগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন বিরোধী এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন রোধে তারা সর্বদা তৎপর রয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর